Skip to content
codeinbangla

পিএইচপি ফান্ডামেন্টালস

সিনট্যাক্স

এইচটিএমএল এর মতো পিএইচপি ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করতে হয়।

<?php

যদি ফাইলে এইচটিএমএল কোডও থাকে তবে শেষে ক্লোজিং ট্যাগও দিতে হবে।

?>

যেমনঃ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
    <meta charset="UTF-8">
    <title>learning php is awesome:)</title>
</head>
<body>
        <h1><?php echo 'walecome to codeinbangla.com'; ?></h1>
</body>
</html>

যদি ফাইলে শুধু পিএইচপি কোড থাকে তবে ক্লোজিং ট্যাগ দেয়া অপশনাল । তবে না দিলেই ভালো।

<?php
	echo 'walecome to codeinbangla.com';

Case sensitivity

case-sensitive বলতে বোঝায় বড় হাতের অক্ষরে এবং ছোট হাতের অক্ষরে কোড লিখায় কোন পার্থক্য আছে কি নেই। যদি থাকে তবে আমরা তাকে বলবো case-sensitive আর না থাকলে case-insensitive.

পিএইচপি আংশিক case-sensitive অর্থাৎ কিছু কিছু জায়গায় case-sensitive, কিছু জায়গায় আবার case-insensitive

  • variable case-sensitive অর্থাৎ $variable_name এবং $VARIABLE_NAME দুটো আলাদা ভেরিয়েবল।
  • অপরদিকে বিভিন্ন কিওয়ার্ড ( যেমনঃ if, else, true, false, for etc ) case-insensitive
  • user-defined function এবং class name case-insensitive

এইসব টেকনিক্যাল টার্ম শুনে ভয় পাওয়ার কিছু নেই। এইগুলো আমরা ইন শা আল্লাহ একটু পরেই দেখবো।